ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ




মহামারি করোনায় বিপর্যস্ত ব্রাজিল

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৮:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১ ৬১৯ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মহামারি করোনা ভাইরাসে নতুন করে সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে ব্রাজিলে।ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯ জন।এর মধ্যে করোনায় প্রাণ হারিছে ৩ লাখ ১ হাজার ৮৭ জন।দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৬ লাখ ৮৯ হাজার ৬৪৬ জন।সূত্র: আলজাজিরা।

বিজ্ঞাপন

ব্রাজিলে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১২ লাখ ৩৬ হাজার ৪৪৬ জন।এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন।

প্রতিনিয়ত ব্রাজিলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বিপর্যয় নেমে এসেছে।অক্সিজেন সঙ্কট, অপর্যাপ্ত ওষুধ এবং হাসপাতালে রোগীর চাপ বাড়ায় আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ব্রাজিলের ২৬টি রাজ্যের প্রায় প্রতিটিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগীর চাপ বেড়ে গেছে।হাসপাতালে পর্যাপ্ত বিছানা এবং ওষুধের অভাবে হাসপাতালের মেঝেতেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে।এছাড়া অক্সিজেনের অভাবেও বহু রোগীর প্রাণ হারাচ্ছে।

গত সোমবার সাও পাওলো শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আইসিউ বেডের ৮৯ শতাংশের বেশি রোগী দিয়ে পূর্ণ হয়ে গেছে।ওই রাজ্যে গত সোমবার একদিনেই ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।যা মহামারি শুরুর পর এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে ২য় অবস্থানে রয়েছে ব্রাজিল।
আরও পড়ুন: ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে-ডা.দীপু মনি

 

ট্যাগস :




ফেসবুকে আমরা







x

মহামারি করোনায় বিপর্যস্ত ব্রাজিল

প্রকাশিত : ০৮:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
print news

মহামারি করোনা ভাইরাসে নতুন করে সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে ব্রাজিলে।ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২৭ হাজার ১৭৯ জন।এর মধ্যে করোনায় প্রাণ হারিছে ৩ লাখ ১ হাজার ৮৭ জন।দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৬ লাখ ৮৯ হাজার ৬৪৬ জন।সূত্র: আলজাজিরা।

বিজ্ঞাপন

ব্রাজিলে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১২ লাখ ৩৬ হাজার ৪৪৬ জন।এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন।

প্রতিনিয়ত ব্রাজিলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বিপর্যয় নেমে এসেছে।অক্সিজেন সঙ্কট, অপর্যাপ্ত ওষুধ এবং হাসপাতালে রোগীর চাপ বাড়ায় আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ব্রাজিলের ২৬টি রাজ্যের প্রায় প্রতিটিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগীর চাপ বেড়ে গেছে।হাসপাতালে পর্যাপ্ত বিছানা এবং ওষুধের অভাবে হাসপাতালের মেঝেতেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে।এছাড়া অক্সিজেনের অভাবেও বহু রোগীর প্রাণ হারাচ্ছে।

গত সোমবার সাও পাওলো শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আইসিউ বেডের ৮৯ শতাংশের বেশি রোগী দিয়ে পূর্ণ হয়ে গেছে।ওই রাজ্যে গত সোমবার একদিনেই ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।যা মহামারি শুরুর পর এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বে ২য় অবস্থানে রয়েছে ব্রাজিল।
আরও পড়ুন: ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে-ডা.দীপু মনি