ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ




ভারতে করোনা আক্রান্ত মায়ের জন্য মেয়ের আকুতি

বারহাট্টা প্রতিনিধি,শফিকুল দিদারঃ
  • প্রকাশিত : ০৩:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ৬৭৮ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বারহাট্টা প্রতিনিধি,শফিকুল দিদার : ভারতের নয়া দিল্লিতে করোনা আক্রান্ত মায়ের জন্য অক্সিজেন চেয়ে এক সন্তানের আকুতি নাড়া দিয়েছে ভারতকে । একটু অক্সিজেনের জন্য মানুষের কাছে হাতে পায়ে ধরে  অক্সিজেন যোগাড় করতে পারেনি এই তরুণী। মায়ের জন্য অক্সিজেন সরবরাহ করার জন্য এই তরুণী স্মৃতি সাহ তার মাকে রাত ২ টা বাজে বাসা থেকে বেড় হয়েছে।

বিজ্ঞাপন

সারা শহর অক্সিজেন সরবরাহ করার জন্য ঘুরেছি। কিন্তু কোথায় তার সন্ধান দেখা যায়নি।  যখন একটা নিউজ পেয়ে  অক্সিজেন জন্য ছুটে গেলাম। তখন দেখতে পেলাম সেখানে লম্বা লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যখন ৫-৬ ঘন্টা অতিক্রম করে সামনে আসি। তখন খবর এলো চিকিৎসার অভাবে আমার জন্মদান কারী মা আমাকে একা করে সারা জীবনের জন্য চলে গেছে। করোনা বিশ্বের বয়াবহ ভাইরাস। হে আল্লাহ আমাদের কে এই করোনা নামক মহামারি ভাইরাস থেকে হেফাজত করুণ। ভারতের নয়া দিল্লীতে প্রতিনিয়ন অসংখ্য অগণিত মানুষের মৃত্যু হচ্ছে। চিতায় পুরানো যাচ্ছে না জায়গা হচ্ছে না,সারি সারি করে একত্রে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শতশত করোনা আক্রান্ত লাশ।
আরও পড়ুন: দেশে ২য় ডোজ টিকা নিয়েছেন ২৮ লাখের বেশি মানুষ




ফেসবুকে আমরা







x

ভারতে করোনা আক্রান্ত মায়ের জন্য মেয়ের আকুতি

প্রকাশিত : ০৩:১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
print news

বারহাট্টা প্রতিনিধি,শফিকুল দিদার : ভারতের নয়া দিল্লিতে করোনা আক্রান্ত মায়ের জন্য অক্সিজেন চেয়ে এক সন্তানের আকুতি নাড়া দিয়েছে ভারতকে । একটু অক্সিজেনের জন্য মানুষের কাছে হাতে পায়ে ধরে  অক্সিজেন যোগাড় করতে পারেনি এই তরুণী। মায়ের জন্য অক্সিজেন সরবরাহ করার জন্য এই তরুণী স্মৃতি সাহ তার মাকে রাত ২ টা বাজে বাসা থেকে বেড় হয়েছে।

বিজ্ঞাপন

সারা শহর অক্সিজেন সরবরাহ করার জন্য ঘুরেছি। কিন্তু কোথায় তার সন্ধান দেখা যায়নি।  যখন একটা নিউজ পেয়ে  অক্সিজেন জন্য ছুটে গেলাম। তখন দেখতে পেলাম সেখানে লম্বা লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যখন ৫-৬ ঘন্টা অতিক্রম করে সামনে আসি। তখন খবর এলো চিকিৎসার অভাবে আমার জন্মদান কারী মা আমাকে একা করে সারা জীবনের জন্য চলে গেছে। করোনা বিশ্বের বয়াবহ ভাইরাস। হে আল্লাহ আমাদের কে এই করোনা নামক মহামারি ভাইরাস থেকে হেফাজত করুণ। ভারতের নয়া দিল্লীতে প্রতিনিয়ন অসংখ্য অগণিত মানুষের মৃত্যু হচ্ছে। চিতায় পুরানো যাচ্ছে না জায়গা হচ্ছে না,সারি সারি করে একত্রে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শতশত করোনা আক্রান্ত লাশ।
আরও পড়ুন: দেশে ২য় ডোজ টিকা নিয়েছেন ২৮ লাখের বেশি মানুষ