ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ




ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২ ২০২ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

বিজ্ঞাপন

মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো ভারতে । রাজস্থানের উদয়পুরে ৭৩ বছরের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার এমনটাই জানিয়েছে রাজস্থান সরকার।

দেশটির রাজস্থানের স্বাস্থ্য দপ্তর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, করোনার দু’টি টিকাই নেয়া ছিল ওই ব্যক্তির। ডায়েবেটিস, উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু জটিলতা ছিল তার।

ওই ব্যক্তি লক্ষ্মীনারায়ণনগরের বাসিন্দা। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর কোভিডে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। তখন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি।

তার শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করানো হয়। এরপরই ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে ওই ব্যক্তির শরীরে।

হাসপাতাল সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে কোথাও যাননি তিনি। বাড়িতেই ছিলেন। তার সংস্পর্শেও কেউ আসেননি বলে জানা গেছে।

ভারতে এখন পর্যন্ত দুই হাজার ১৩৫ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৬৫৩ জন। এর পর রয়েছে দিল্লিতে ৪৬৪ জন।




ফেসবুকে আমরা







x

ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

প্রকাশিত : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
print news

ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

বিজ্ঞাপন

মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো ভারতে । রাজস্থানের উদয়পুরে ৭৩ বছরের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার এমনটাই জানিয়েছে রাজস্থান সরকার।

দেশটির রাজস্থানের স্বাস্থ্য দপ্তর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, করোনার দু’টি টিকাই নেয়া ছিল ওই ব্যক্তির। ডায়েবেটিস, উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু জটিলতা ছিল তার।

ওই ব্যক্তি লক্ষ্মীনারায়ণনগরের বাসিন্দা। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর কোভিডে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। তখন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি।

তার শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করানো হয়। এরপরই ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে ওই ব্যক্তির শরীরে।

হাসপাতাল সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে কোথাও যাননি তিনি। বাড়িতেই ছিলেন। তার সংস্পর্শেও কেউ আসেননি বলে জানা গেছে।

ভারতে এখন পর্যন্ত দুই হাজার ১৩৫ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৬৫৩ জন। এর পর রয়েছে দিল্লিতে ৪৬৪ জন।