ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ




ফেসবুকের চলতি অভিযানে যা যা থাকছে

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৯:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ৯২৮ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফেসবুকের চলতি অভিযানে যা যা থাকছে

গত ১লা অক্টোবর থেকে নতুন অভিযান চালিয়েছে ফেসবুক।ফেসবুক বেশ কিছুদিন থেকেই নোটিফিকেশন দিয়েছে।নিম্ন মানের কন্টেন্ট দিয়ে তৈরি করা বিজ্ঞাপন আর চোখে পড়ছে না।আমি নিজেও এই সমস্যায় পড়েছি।

বিজ্ঞাপন

কিছুদিনের মধ্যে আমার ২ টা এড একাউন্ট ডিজেবল হয়ে গেছে।এর মধ্যে একটি একাউন্ট দিয়ে প্রায় ৬ মাস ধরে বুস্ট করে আসছিলাম কিন্তু কয়েকদিন হলো ফেসবুক বন্ধ করে দিয়েছে।তবে বর্তমানে আমার ভেরিফাইড করা একাউন্ট থেকে বুস্ট করতেছি।এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি।

অভিযানে কী কী থাকছে?

১. ফেসবুকের এড পলিসি মেনে না চলার কারণে ফেসবুক এখন অনেক বেশি করে এড অ্যাকাউন্ট ফ্লাগ করে দিচ্ছে।

২. ১লা অক্টোবর থেকে ফেসবুক ফ্রি এড কুপন সেবা বন্ধ করে দিয়েছে।এই কুপন দিয়ে মানুষ অনেক স্বল্প মূল্যে বুস্ট করতো তাও আবার নিম্ন মানের কন্টেন্ট দিয়ে তৈরি করা বিজ্ঞাপন।বর্তমানে নিম্ন মানের এড ফেসবুক এক্টিভ করছে না।যার কারণে নিম্ন মানের এড দেখা যাচ্ছে না।

৩. অ্যাকাউন্টের ঠিকানা আর বিলিং এর ঠিকানার মধ্যে ভিন্নতা পেলেই ফেসবুক এড একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে।ফেসবুক ভেরিফাইড করার অপশন রেখেছে।ভেরিফাই করার পর একাউন্ট এক্টিভ করে দেয়।

৪. ফেসবুক আইডিতে সন্দেহমূলক কোন কিছু পেলেই আইডি দিয়ে বুস্ট করতে দিচ্ছে না।তবে আইডি ভেরিফাই করার পর বুস্ট করতে দিচ্ছে।

৫.যারা ফেক আইডি ব্যবহার করছেন অথবা একই তথ্য দিয়ে অনেকগুলি আইডি খুলেছেন তাদের আইডি ডিজেবল করে দিচ্ছে।

৬. আগের থেকে এখন অনেক বেশি হারে এড রিজেক্ট হচ্ছে।নিম্নমানের কন্টেন্ট এবং ফেসবুকের এড পলিসি মেনে না চলায় এড বেশি রিজেক্ট হচ্ছে।

৭. কন্টেন্ট যদি ভালমানের না হয়, পেইজ অথরিটি যদি দুর্বল হয় এবং এড এর অডিয়ান্স সেটিংস যদি সঠিকভাবে না হয় তাহলে পেইজের এড বুস্ট করে ভাল ফলাফল পাওয়া যাচ্ছে না।

তবে ফেসবুকের এই অভিযানের কারণে এখন উন্নত মানের কন্টেন্ট দেখতে পাওয়া যাবে।

ট্যাগস :




ফেসবুকে আমরা







x

ফেসবুকের চলতি অভিযানে যা যা থাকছে

প্রকাশিত : ০৯:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
print news

ফেসবুকের চলতি অভিযানে যা যা থাকছে

গত ১লা অক্টোবর থেকে নতুন অভিযান চালিয়েছে ফেসবুক।ফেসবুক বেশ কিছুদিন থেকেই নোটিফিকেশন দিয়েছে।নিম্ন মানের কন্টেন্ট দিয়ে তৈরি করা বিজ্ঞাপন আর চোখে পড়ছে না।আমি নিজেও এই সমস্যায় পড়েছি।

বিজ্ঞাপন

কিছুদিনের মধ্যে আমার ২ টা এড একাউন্ট ডিজেবল হয়ে গেছে।এর মধ্যে একটি একাউন্ট দিয়ে প্রায় ৬ মাস ধরে বুস্ট করে আসছিলাম কিন্তু কয়েকদিন হলো ফেসবুক বন্ধ করে দিয়েছে।তবে বর্তমানে আমার ভেরিফাইড করা একাউন্ট থেকে বুস্ট করতেছি।এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি।

অভিযানে কী কী থাকছে?

১. ফেসবুকের এড পলিসি মেনে না চলার কারণে ফেসবুক এখন অনেক বেশি করে এড অ্যাকাউন্ট ফ্লাগ করে দিচ্ছে।

২. ১লা অক্টোবর থেকে ফেসবুক ফ্রি এড কুপন সেবা বন্ধ করে দিয়েছে।এই কুপন দিয়ে মানুষ অনেক স্বল্প মূল্যে বুস্ট করতো তাও আবার নিম্ন মানের কন্টেন্ট দিয়ে তৈরি করা বিজ্ঞাপন।বর্তমানে নিম্ন মানের এড ফেসবুক এক্টিভ করছে না।যার কারণে নিম্ন মানের এড দেখা যাচ্ছে না।

৩. অ্যাকাউন্টের ঠিকানা আর বিলিং এর ঠিকানার মধ্যে ভিন্নতা পেলেই ফেসবুক এড একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে।ফেসবুক ভেরিফাইড করার অপশন রেখেছে।ভেরিফাই করার পর একাউন্ট এক্টিভ করে দেয়।

৪. ফেসবুক আইডিতে সন্দেহমূলক কোন কিছু পেলেই আইডি দিয়ে বুস্ট করতে দিচ্ছে না।তবে আইডি ভেরিফাই করার পর বুস্ট করতে দিচ্ছে।

৫.যারা ফেক আইডি ব্যবহার করছেন অথবা একই তথ্য দিয়ে অনেকগুলি আইডি খুলেছেন তাদের আইডি ডিজেবল করে দিচ্ছে।

৬. আগের থেকে এখন অনেক বেশি হারে এড রিজেক্ট হচ্ছে।নিম্নমানের কন্টেন্ট এবং ফেসবুকের এড পলিসি মেনে না চলায় এড বেশি রিজেক্ট হচ্ছে।

৭. কন্টেন্ট যদি ভালমানের না হয়, পেইজ অথরিটি যদি দুর্বল হয় এবং এড এর অডিয়ান্স সেটিংস যদি সঠিকভাবে না হয় তাহলে পেইজের এড বুস্ট করে ভাল ফলাফল পাওয়া যাচ্ছে না।

তবে ফেসবুকের এই অভিযানের কারণে এখন উন্নত মানের কন্টেন্ট দেখতে পাওয়া যাবে।