ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ




না ফেরার দেশে কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১০:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ৬২০ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

না ফেরার দেশে কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাবাজারস্থ নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

গত এক বছর ধরে বুলবুল চৌধুরী ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাকে একুশে পদকে সম্মানিত করে।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে- (ছোট গল্পগ্রন্থ) টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো। (উপন্যাস) অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, পাপপুণ্যি, ঘরবাড়ি, দম্পতি, বলো কি অনুভব।




ফেসবুকে আমরা







x

না ফেরার দেশে কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

প্রকাশিত : ১০:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
print news

না ফেরার দেশে কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাবাজারস্থ নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিজ্ঞাপন

গত এক বছর ধরে বুলবুল চৌধুরী ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে সরকার তাকে একুশে পদকে সম্মানিত করে।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে- (ছোট গল্পগ্রন্থ) টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো। (উপন্যাস) অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, পাপপুণ্যি, ঘরবাড়ি, দম্পতি, বলো কি অনুভব।