আশরাফুল সিজান, মোহনগঞ্জ প্রতিনিধি: দেশে একদিনে আরো ৮৩ জনের মৃত্যু,এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন,
২৪ এপ্রিল(শনিবার) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ২০হাজার ৫৭১টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৬৯৭ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনে । গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৩.১১%।সারাদেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ২৩ হাজার ৫৭৯টি।
দেশে গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন আরও ৫ হাজার ৪৭৭ জন।এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।
আরও পড়ুন: অ্যান্টিজেন পরীক্ষা শুরু করল ব্র্যাক
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।@ kaler Dhara 24
প্রিয় পাঠক, আপনিও "কালের ধারা ২৪" অনলাইনের অংশ হয়ে উঠতে পারেন।স্বাস্থ্য, ভ্রমণ, শিক্ষা, লাইফস্টাইল, নারী, সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন- kalerdhara24@gmail.com - এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।