ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ




আজ তামিম ইকবালের ৩২তম জন্মদিন

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১ ৭৭৯ বার পঠিত

ফাইল ছবি: তামিম ইকবাল

কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আজ তামিম ইকবালের ৩২তম জন্মদিন

বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রগুলোর মধ্যে একটি নাম তামিম ইকবাল খান।দেশের ইতিহাসের সেরা ওপেনারের আজ ২০ মার্চ (শনিবার) শুভ জন্মদিন।১৯৮৯ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম।

বিজ্ঞাপন

চট্টগ্রামে বিখ্যাত খান পরিবারে জন্ম তামিম ইকবালের।তার বাবার নাম ইকবাল খান, মা নুসরাত খান ইকবাল।১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ভারতের উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে চলে আসেন তামিম ইকবালের দাদা।ক্রিকেট পরিবারেই জন্ম তামিমের।

চাচা আকরাম খান বাংলাদেশের হয়ে টেষ্ট খেলেছেন।নেতৃত্বও দিয়েছেন দলকে।এখন আছেন বিসিবির গুরুত্বপূর্ণ পদে।তামিমের বড় ভাই নাফিস ইকবালও দেশের হয়ে টেষ্ট খেলেছেন।

তামিম ইকবাল উদ্বোধনী ব্যাটসম্যান।একজন বামহাতি মারকুটে ব্যাটসম্যান।তার কৃতিত্ব বাংলাদেশ জাতীয় দলের জন্য অনেকবার সাফল্য এনে দিয়েছে।ব্যাট হাতে বহু ম্যাচ জিতিয়েছেন, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বহুবার।

বর্তমানে তিনি টেষ্ট, ওডিআই ও টি-২০ মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়।তামিম ২য় বাংলাদেশেী হিসেবে টেষ্টে ৩০০০ রান ও ওয়ানডেতে ৫০০০ রানের রকের্ডধারী এবং ১ম বাংলাদেশী হিসেবে টি-২০তে ১০০০ রানের মাইলফলক অত্রিক্রম করেন।

কালের ধারা ২৪’ এর পরিবারের পক্ষ থেকে তামিমকে জন্মদিনের শুভেচ্ছা।
আরও পড়ুন: ৪র্থ বারের মতো বিশ্বের সুখী দেশের তালিকায় প্রথম ফিনল্যান্ড

ট্যাগস :




ফেসবুকে আমরা







x

আজ তামিম ইকবালের ৩২তম জন্মদিন

প্রকাশিত : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
print news

আজ তামিম ইকবালের ৩২তম জন্মদিন

বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রগুলোর মধ্যে একটি নাম তামিম ইকবাল খান।দেশের ইতিহাসের সেরা ওপেনারের আজ ২০ মার্চ (শনিবার) শুভ জন্মদিন।১৯৮৯ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম।

বিজ্ঞাপন

চট্টগ্রামে বিখ্যাত খান পরিবারে জন্ম তামিম ইকবালের।তার বাবার নাম ইকবাল খান, মা নুসরাত খান ইকবাল।১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ভারতের উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে চলে আসেন তামিম ইকবালের দাদা।ক্রিকেট পরিবারেই জন্ম তামিমের।

চাচা আকরাম খান বাংলাদেশের হয়ে টেষ্ট খেলেছেন।নেতৃত্বও দিয়েছেন দলকে।এখন আছেন বিসিবির গুরুত্বপূর্ণ পদে।তামিমের বড় ভাই নাফিস ইকবালও দেশের হয়ে টেষ্ট খেলেছেন।

তামিম ইকবাল উদ্বোধনী ব্যাটসম্যান।একজন বামহাতি মারকুটে ব্যাটসম্যান।তার কৃতিত্ব বাংলাদেশ জাতীয় দলের জন্য অনেকবার সাফল্য এনে দিয়েছে।ব্যাট হাতে বহু ম্যাচ জিতিয়েছেন, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বহুবার।

বর্তমানে তিনি টেষ্ট, ওডিআই ও টি-২০ মিলিয়ে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ রানের অধিকারী খেলোয়াড়।তামিম ২য় বাংলাদেশেী হিসেবে টেষ্টে ৩০০০ রান ও ওয়ানডেতে ৫০০০ রানের রকের্ডধারী এবং ১ম বাংলাদেশী হিসেবে টি-২০তে ১০০০ রানের মাইলফলক অত্রিক্রম করেন।

কালের ধারা ২৪’ এর পরিবারের পক্ষ থেকে তামিমকে জন্মদিনের শুভেচ্ছা।
আরও পড়ুন: ৪র্থ বারের মতো বিশ্বের সুখী দেশের তালিকায় প্রথম ফিনল্যান্ড