বাংলাদেশ বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে বাসা থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আকরাম খানের করোনা পজিটিভ।
সতর্কতামূলকভাবে আকরাম খানকে ১৫ এপ্রিল(বৃহষ্পতিবার)বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।তথ্যটি নিশ্চিত করেছেন আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম।
সাবিনা আকরাম সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘তার বাসায় ভালোই চিকিৎসা চলছিল।তবে ২ ধরে কাশি একটু বেশি হচ্ছিল।সে জন্য চিকিৎসকের পরামর্শে আকরামকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
স্ত্রীর মাধ্যমে জানা যায়, আকরাম খানের ফুসফুস ৩০ ভাগ সংক্রমিত হয়েছে।এছাড়াও তার বাসার অন্যদের করোনা পরীক্ষা করা হলেও সবার ফল নেগেটিভ এসেছে।
আরও পড়ুন: অভিনেত্রী কবরী লাইফ সাপোর্টে আছেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।@ kaler Dhara 24
প্রিয় পাঠক, আপনিও "কালের ধারা ২৪" অনলাইনের অংশ হয়ে উঠতে পারেন।স্বাস্থ্য, ভ্রমণ, শিক্ষা, লাইফস্টাইল, নারী, সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন- kalerdhara24@gmail.com - এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।