চলতি মাসের ২৪ তারিখ স্বাধীনতা পুরস্কার ২০২১ দেওয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান বাতিল করেছে সরকার।২১ মার্চ (রবিবার) এক সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।
আরও জানানো হয়, এবছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান উপলক্ষে ২৪ মার্চ এ অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়েছে।অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে গত ৭ মার্চ তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরও পড়ুন: প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ আইসিইউতে
সূত্র: গণমাধ্যম।