বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ২৪টি জেলায় শিক্ষা কর্মকর্তার পদ খালি।যার কারণে ঐসব জেলাগুলোতে শিক্ষা কার্যক্রম মন্থর গতিতে চলছে।
মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) বলছে, উপযুক্ত কোনো কর্মকর্তা না থাকায় জেলার শীর্ষ পদ এখনো ফাঁকা রয়েছে।
শিক্ষা কর্মকর্তাবিহীন জেলাগুলোর হলো- গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, ভোলা, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালি ও বান্দরবান।
এ প্রসঙ্গে মাউশি পরিচালক অধ্যাপক বেলাল হোসেন বলেন, ‘এ মুহূর্তে ডিইও পদে পদোন্নতিযোগ্য কোনো কর্মকর্তা নেই।তাউ কাউকে পদোন্নতি দিয়ে এ পদে পদায়ন করা যাচ্ছে না।’
এই ২৪টি জেলায় নিচের পদের কর্মকর্তাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।
সূত্র: গণমাধ্যম।