লকডাউনে বিদ্যুৎ,পানি ও গ্যাস বিল মওকুফের আবেদন- জুলফিকার আলী জুনু

- প্রকাশিত : ০৯:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১ ৯৮৮ বার পঠিত

দেশজুড়ে চলছে কঠিন লকডাউন।চলমান লকডাউনের জন্য দেশবাসীর জন্য বিদ্যুৎ পানি ও গ্যাস বিল এবং হোল্ডিং ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করেছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু।
৯ জুলাই(বৃহষ্পতিবার) তিনি ই-মেইলে এ আবেদন পাঠান বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। একই সঙ্গে তিনি বকেয়া বিলের কারণে লকডাউন চলাকালে বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিও জানান।
দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জুলফিকার আলী জুনু বলেন, বাংলাদশের মানুষের প্রধান অভিভাবক আপনি। দেশে কোভিড-১৯ এর কারণে জনগণকে মৃত্যুর হাত থেকে রক্ষায় সরকার সারাদেশে সর্বাত্নক লকডাউন ঘোষণা করা হয়েছে। আমরাও লকডাউন প্রতিপালন করছি, বর্তমানে গৃহবন্দি হয়ে আছি।
দেশের এই অবস্থায় অধিকাংশ কর্মজীবী ও ব্যবসায়ীদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। দেশের অনেক মানুষ মারাত্মক অর্থ কষ্টে আছে, মানবিক জীবন যাপন করছে। বাসা ভাড়া দিতে দেশের অধিকাংশ মানুষের হিমশিম খেতে হচ্ছে। আরও কতদিন যে আমাদের গৃহবন্দি হয়ে থাকতে হবে কারো জানা নেই।
বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের সরকার প্রধানের কাছে আমাদের দাবি, লকডাউন চলাকালে দেশের সব বাসা-বাড়ির বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল, হোল্ডিং ট্যাক্স মওকুফ করে দিন। এছাড়া লকডাউন চলাকালে বকেয়া বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিলের জন্য যেন সংযোগ বিচ্ছিন্ন না হয়।
আরও পড়ুন: বিদেশি পর্যটকদের করোনা টিকা ছাড়া কানাডায় প্রবেশ নিষেধ-জাস্টিন ট্রুডো
সূত্র: গণমাধ্যম।