রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

- প্রকাশিত : ১২:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১ ৪৮৬ বার পঠিত

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ।
২৬ মার্চ(শুক্রবার)রাট আটটায় পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ ঘোষণা দেন।
আবদুর রব ইউসুফী জানান, ঢাকার বায়তুল মোকাররমে, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে প্রতিবাদী মুসল্লিদের ওপর পুলিশ ও সরকারি দলীয় ক্যাডার বাহিনী হামলা করে ৫ জনকে শহীদ করেছে।অসংখ্যা মুসল্লিকে আহত করেছে এবং গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী ও সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সূত্র: বাংলাদেশ জার্নাল।