সংবাদ শিরোনাম :
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা ১৬ নভেম্বর

কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৯:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ৮৫৫ বার পঠিত

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা ১৬ নভেম্বর
১৪৪২ হিজরী সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল (১৬ নভেম্বর) সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আকাশে কোতাও পবিত্র রবিউস সানির মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
সূত্র: গণমাধ্যম।