রওশন এরশাদ হাসপাতালে ভর্তি

- প্রকাশিত : ০৮:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ ৭৯৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৯ এপ্রিল(বৃহষ্পতিবার)রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে ভর্তি করানো হয়। প্রচণ্ড গরমে পানিশূন্যতা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিরোধী দলীয় রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, ম্যাডামের করোনা নেগেটিভ। গরমে ম্যাডামের তার ডি হাইড্রেশন হয়েছিল। তাই সিএমএইচে ভর্তি করা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ। আশা করা যাচ্ছে, শুক্রবারের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, “রওশন এরশাদকে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে বলে শুনেছি। শুক্রবার বিস্তারিত জানতে পারবেন।”
আরও পড়ুন: মামুনুলের বিরুদ্ধে কথিত ২য় স্ত্রীর ধর্ষন মামলা
সূত্র: গণমাধ্যম।