সংবাদ শিরোনাম :
মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

মোহনগঞ্জ প্রতিনিধিঃ আশরাফুল সিজান:
- প্রকাশিত : ১০:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ৪৪৫ বার পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ আশরাফুল সিজান: নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া গ্রামের ছদ্দু মিয়ার ছেলে নূর আলম ওরফে নূরুল আমিন (২৮) ও দেওথান গ্রামের নূর আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল সোহান।
১৯ জুন(শনিবার) দুপুরে তাদের বিজ্ঞআদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এদের মধ্যে সোহানকে চুরি ও মারামারি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। অপরজন ওয়ারেন্টভুক্ত আসামি।মোহনগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রিশাদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।