ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুর মহানগর প্রেসক্লাবের ২০২৪-২০২৫ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিলেন তারেক Logo সিলেটের ১৯টি আসনের ১০৪ জন আওয়ামীলীগ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন Logo জগন্নাথপুরে দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের হাজারীতে ভেঙ্গে গেলো তৃতীয় বিয়ে Logo দেশে ডলারের দাম বাড়ল ৫০ পয়সা Logo বিসিএস দিতে পারবে ফাজিল-কামিল শিক্ষার্থীরা Logo সিলেটে শীতের পূর্বাভাস Logo সিলেটে ৩৬ ঘন্টায় ৪৬৫ দশমিক ২ মিলিমটিার বৃষ্টিপাত হয়েছে Logo চলতি বছরে সিলেট জুড়ে সড়ক দুর্ঘনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন Logo ফ্রান্স প্রবাসী ভাদেশ্বরের কৃতি সন্তান আমিনুর রহমান আমিনের জানাজা ও দাফন সম্পন্ন !! শোক প্রকাশ Logo সদরপুরে দাফনের পর জীবিত উদ্ধার নারী ফের লাপাত্তা




মোহনগঞ্জে জমি বিরোধের জেরে হামলা-ভাঙ্গচুর, নারীসহ আহত ৫

মোঃ সিজান, মোহনগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত : ০৭:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ৭১৬ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ সিজান, মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ০২ নং (বড়তলী বাইনারী)  ইউনিয়নের  বড়তলী এলাকায় জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শিক্ষক তপন কুমার পাল এর স্ত্রী পাতা সরকার জানান, তাদের বাসার সীমানা নিয়ে ঝুনু গোস্বামীর সাথে দীর্ঘদিন ধরে একটি জামেলা চলে আসছিল। সেটি মিটমাট করার জন্য কয়েকবার চেষ্টা করা হলেও ঝুনু গোস্বামী জায়গা মাফতে রাজি হননি।

তিনি আরও জানান মঙ্গলবার সাড়ে ১০ টার দিকে ঝুনু গোস্বামী,  মোহনগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম  মামুন, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক চয়ন গোস্বামী, সাইফুল, সাব্বির, লাকী ও রাজনসহ প্রায় ২৫-৩০ জন লোক নিয়ে তপন পাল এর বাসায় হামলা করে। এসময় তারা তপন পালের ঘরে ঢুকে মালাউন বলে গালিগালজ করে এবং ঠাকুর ঘরে ঢুকে ভাঙ্গচুর করে। বাসায় থাকা লোকজনকে আঘাত করে।এতে নারীসহ ৫জন আহত হন। আহতরা হলেন তপন পাল, নিলয় পাল, প্রেমানন্দ পাল, স্বপন পাল ও বিউটি পাল।

এ ছাড়া  হামলা প্রতিহত করার চেষ্টা করলে প্রতিপক্ষ ঝুনু গোস্বামী আহত হন।

আহতরা সকলেই মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তারা তাদের বাসায় থাকা নিরাপদবোধ করছেন না ও প্রশাসনের কাছে ঘটনার দৃষ্ঠান্তমূলক বিচার চান।

ঝুনু গোস্বামীকে মোবাইল ফোনে সংযোগ করার চেষ্টা করেও পাওয়া  যায়নি।

এই বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো: আব্দুল আহাদ খান জানান, “”মোহনগঞ্জ সদরে বড়তলী এলাকায় ঝুনু গোস্বামী ও তপন কুমার পাল এর বাসার সীমানা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে । এটিকে কেন্দ্র করে তারা ওখানে একটি গণ্ডগোল করতে পারে গোপন সংবাদ ছিল আমাদের  কাছে।”” সে মোতাবেক উভয় পক্ষের মধ্যে সংঘাত শুরু হওয়ার ৩ মিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আরও পড়ুন: ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি




ফেসবুকে আমরা







x

মোহনগঞ্জে জমি বিরোধের জেরে হামলা-ভাঙ্গচুর, নারীসহ আহত ৫

প্রকাশিত : ০৭:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
print news

মোঃ সিজান, মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ০২ নং (বড়তলী বাইনারী)  ইউনিয়নের  বড়তলী এলাকায় জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শিক্ষক তপন কুমার পাল এর স্ত্রী পাতা সরকার জানান, তাদের বাসার সীমানা নিয়ে ঝুনু গোস্বামীর সাথে দীর্ঘদিন ধরে একটি জামেলা চলে আসছিল। সেটি মিটমাট করার জন্য কয়েকবার চেষ্টা করা হলেও ঝুনু গোস্বামী জায়গা মাফতে রাজি হননি।

তিনি আরও জানান মঙ্গলবার সাড়ে ১০ টার দিকে ঝুনু গোস্বামী,  মোহনগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম  মামুন, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক চয়ন গোস্বামী, সাইফুল, সাব্বির, লাকী ও রাজনসহ প্রায় ২৫-৩০ জন লোক নিয়ে তপন পাল এর বাসায় হামলা করে। এসময় তারা তপন পালের ঘরে ঢুকে মালাউন বলে গালিগালজ করে এবং ঠাকুর ঘরে ঢুকে ভাঙ্গচুর করে। বাসায় থাকা লোকজনকে আঘাত করে।এতে নারীসহ ৫জন আহত হন। আহতরা হলেন তপন পাল, নিলয় পাল, প্রেমানন্দ পাল, স্বপন পাল ও বিউটি পাল।

এ ছাড়া  হামলা প্রতিহত করার চেষ্টা করলে প্রতিপক্ষ ঝুনু গোস্বামী আহত হন।

আহতরা সকলেই মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তারা তাদের বাসায় থাকা নিরাপদবোধ করছেন না ও প্রশাসনের কাছে ঘটনার দৃষ্ঠান্তমূলক বিচার চান।

ঝুনু গোস্বামীকে মোবাইল ফোনে সংযোগ করার চেষ্টা করেও পাওয়া  যায়নি।

এই বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো: আব্দুল আহাদ খান জানান, “”মোহনগঞ্জ সদরে বড়তলী এলাকায় ঝুনু গোস্বামী ও তপন কুমার পাল এর বাসার সীমানা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে । এটিকে কেন্দ্র করে তারা ওখানে একটি গণ্ডগোল করতে পারে গোপন সংবাদ ছিল আমাদের  কাছে।”” সে মোতাবেক উভয় পক্ষের মধ্যে সংঘাত শুরু হওয়ার ৩ মিনিটের মধ্যে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আরও পড়ুন: ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি