ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সৌদি আরবের সাথে ব্যবসা বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক Logo সিলেটে আলোচিত ফেরিওয়ালা হত্যা মামলার রায়ে এক জনের যাবজ্জীবন Logo অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা চলতি সপ্তাহেই Logo সিলেটের পর্যটন কেন্দ্রে থামছে না মৃত্যু !! দুই দশকে ৭৬ জনের মৃত্যু হয়েছে Logo বাংলাদেশের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে-এমানুয়েল ম্যাক্রোঁ Logo ভ্যাপসা গরমে ব্যায়াম করতে গিয়ে ৫টি কথা মনে রাখা জরুরী Logo শেখ হাসিনা বিকেলে দেশে ফিরছেন Logo আগষ্ট মাসে সিলেটে সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা ২.৫% ঘটেছে Logo সিলেটে অতিরিক্ত গরম, তাপমাত্রা ৩৮ দশমিক ২ Logo চাহিদা মতো বৃষ্টি হওয়াতে সিলেটে চা বাগানগুলো আশা আলো




ভুলে আসলো নগদে ১৫,০০০ টাকা, গ্রাহক বেহুশ

মোঃ সুরুজ্জামান ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১ ১০০৩ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ সুরুজ্জামান ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ এটি বলার অপেক্ষা রাখেনা যে, মোবাইল ফিন্যান্সিং ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তাই এক্ষেত্রে বিকাশ, ডাচবাংলা, নগদ, ইউক্যাশ, সিউরক্যাশসহ, মাই ক্যাশ, পিওরক্যাশ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা দাতাদেরও ভালো সেবা প্রদানের মাধ্যমে যে যত প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে সে প্রচেষ্টার কমতি নাই। তাই তারা নানা অফার করে চলেছে। গ্রাহক বৃদ্ধির চেষ্টার কমতি নাই।

বিজ্ঞাপন

কিন্তু এক্ষেত্রে গ্রাহকের মোবাইল হতে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে যাওয়া, পিন নম্বর হ্যাক বা ভেরিফিকেশন কোডের মাধ্যমে টাকা হ্যাক করে নেওয়া, মোবাইল নম্বর সমান্য ভুল হলে অন্য মোবাইলে টাকা চলে যাওয়া, প্রতারক চক্রের ফোন কলের মাধ্যমে গ্রাহককে চাপে ফেলে টাকা নেওয়াসহ নানা সমস্যা রয়েছে।

এমনই এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে, অলোয়া গ্রামে। ভাগ্যবান মানুষটির নাম মোঃ মজিবর রহমান। তিনি এক মূর্খ মানুষ। সে জানে না কিভাবে মোবাইল ব্যাংকিং করতে হয়। মোবাইলে প্রায় ১৫,০০০/- (পনের হাজার টাকা) ভূলে আসছে তাও জানে না। তিনি জানান আমার বয়স্ক ভাতার বই রয়েছে।হুনছি মোবাইলে বয়স্ক ভাতার টাকা দিতেছে। আমার পরিচিত এক ভ্যান্ডার একাউন্ট ব্যালেন্স দেখে বলে আপনার হিসাবে ১৫০০০/- হাজার টাকার মতো আছে। তিনি তা বিশ্বাস করতে চান না। যখন টাকা উত্তোলন করলেন তখনই তার বিশ্বাস হলো।

এ ব্যাপারে মোঃ মজিবর রহমান বলেন, ‘আমি জানি না কিবা কইরা এতো টাকা আমার ফোনে আইলো। ভ্যান্ডার কইলো ১৫০০০/- টাকার মতো আছে ব্যালেন্স আছে। আমার বয়স্ক ভাতার বইও আছে। কয়বারের টেকা আইছে তাও তো বুঝতাছি না।’

কেউ ভুলে টাকা আপনার ফোনে পাঠিয়েছে এমনটা দাবী করেছি কি জানতে চাইলে জানান, না, কেউ দাবী করে নাই। তবে উপযুক্ত প্রমাণ দিলে টাকা দিমু।

তিনি আরো জানান, সেক্ষেত্রে লেনদেনের আইডি, কখন? কোন সময়? কত টাকা?কোন নম্বর হতে টাকা আসলো বিস্তারিত সঠিক তথ্য দিলে টাকা দেওয়া হবে।

এক্ষেত্রে মোবাইল ফিন্যান্সিং ব্যাংকিং ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের ধারণা যেহেতু এতো টাকা কেউ ভুলে পাঠালে টাকা চাইতো কিন্তু তা হয় নি। কেউ কল দেয়নি।  তবে সফটওয়্যার, সার্ভার সমস্যা বা নেটওয়ার্কজনিত বা প্রধান সেন্টার হতে ভূলের কারণে এমনটাই হতে পারে বলে ধারণা করা হয়।

আরও পড়ুন:  টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের শুভ উদ্বোধন




ফেসবুকে আমরা







x

ভুলে আসলো নগদে ১৫,০০০ টাকা, গ্রাহক বেহুশ

প্রকাশিত : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
print news

মোঃ সুরুজ্জামান ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ এটি বলার অপেক্ষা রাখেনা যে, মোবাইল ফিন্যান্সিং ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তাই এক্ষেত্রে বিকাশ, ডাচবাংলা, নগদ, ইউক্যাশ, সিউরক্যাশসহ, মাই ক্যাশ, পিওরক্যাশ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা দাতাদেরও ভালো সেবা প্রদানের মাধ্যমে যে যত প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে সে প্রচেষ্টার কমতি নাই। তাই তারা নানা অফার করে চলেছে। গ্রাহক বৃদ্ধির চেষ্টার কমতি নাই।

বিজ্ঞাপন

কিন্তু এক্ষেত্রে গ্রাহকের মোবাইল হতে স্বয়ংক্রিয়ভাবে টাকা চলে যাওয়া, পিন নম্বর হ্যাক বা ভেরিফিকেশন কোডের মাধ্যমে টাকা হ্যাক করে নেওয়া, মোবাইল নম্বর সমান্য ভুল হলে অন্য মোবাইলে টাকা চলে যাওয়া, প্রতারক চক্রের ফোন কলের মাধ্যমে গ্রাহককে চাপে ফেলে টাকা নেওয়াসহ নানা সমস্যা রয়েছে।

এমনই এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে, অলোয়া গ্রামে। ভাগ্যবান মানুষটির নাম মোঃ মজিবর রহমান। তিনি এক মূর্খ মানুষ। সে জানে না কিভাবে মোবাইল ব্যাংকিং করতে হয়। মোবাইলে প্রায় ১৫,০০০/- (পনের হাজার টাকা) ভূলে আসছে তাও জানে না। তিনি জানান আমার বয়স্ক ভাতার বই রয়েছে।হুনছি মোবাইলে বয়স্ক ভাতার টাকা দিতেছে। আমার পরিচিত এক ভ্যান্ডার একাউন্ট ব্যালেন্স দেখে বলে আপনার হিসাবে ১৫০০০/- হাজার টাকার মতো আছে। তিনি তা বিশ্বাস করতে চান না। যখন টাকা উত্তোলন করলেন তখনই তার বিশ্বাস হলো।

এ ব্যাপারে মোঃ মজিবর রহমান বলেন, ‘আমি জানি না কিবা কইরা এতো টাকা আমার ফোনে আইলো। ভ্যান্ডার কইলো ১৫০০০/- টাকার মতো আছে ব্যালেন্স আছে। আমার বয়স্ক ভাতার বইও আছে। কয়বারের টেকা আইছে তাও তো বুঝতাছি না।’

কেউ ভুলে টাকা আপনার ফোনে পাঠিয়েছে এমনটা দাবী করেছি কি জানতে চাইলে জানান, না, কেউ দাবী করে নাই। তবে উপযুক্ত প্রমাণ দিলে টাকা দিমু।

তিনি আরো জানান, সেক্ষেত্রে লেনদেনের আইডি, কখন? কোন সময়? কত টাকা?কোন নম্বর হতে টাকা আসলো বিস্তারিত সঠিক তথ্য দিলে টাকা দেওয়া হবে।

এক্ষেত্রে মোবাইল ফিন্যান্সিং ব্যাংকিং ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের ধারণা যেহেতু এতো টাকা কেউ ভুলে পাঠালে টাকা চাইতো কিন্তু তা হয় নি। কেউ কল দেয়নি।  তবে সফটওয়্যার, সার্ভার সমস্যা বা নেটওয়ার্কজনিত বা প্রধান সেন্টার হতে ভূলের কারণে এমনটাই হতে পারে বলে ধারণা করা হয়।

আরও পড়ুন:  টাঙ্গাইলের ভূঞাপুরে অলোয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের শুভ উদ্বোধন