বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ ও শ্রেষ্ঠ উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস

- প্রকাশিত : ০৯:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ৮৭ বার পঠিত

বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ ও শ্রেষ্ঠ উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস
নাহিদ সরদার বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়া থানার চৌকস ইন্সপেক্টর জাফর আহম্মেদ বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) ও উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের (এসআই) কৃতিত্ব অর্জণ করেছেন ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বরিশাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন বিষয়ে পারফর্মেন্সের ভিত্তিতে বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোসাইন পিপিএম,বাকেরগঞ্জ সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ্, বানারীপাড়া থানার
অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, আমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ ও উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব চন্দ্র দাস অত্যন্ত পরিশ্রমী,কর্মঠ,নিষ্ঠাবান ও কতর্ব্যপরায়ন। তারা তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই বরিশার জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এ পুরস্কার কাজের প্রতি তাদের দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেবে।