ফরম পূরণের আংশিক টাকা ফেরত পাচ্ছে এইচএসসি শিক্ষার্থীরা

- প্রকাশিত : ১১:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ৯২৯ বার পঠিত

ফরম পূরণের আংশিক টাকা ফেরত পাচ্ছে এইচএসসি শিক্ষার্থীরা
করোনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে।পরীক্ষা না হওয়ার জন্য শিক্ষার্থীদের ফরম পূরণের আংশিক টাকা ফেরত দেয়া হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
২১ অক্টোবর সন্ধ্যার পর শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা যেহেতু হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের কিছু টাকা ফেরত দেব।উল্লেখ করে বলেন যে, পরীক্ষার খাতে টাকা খরচ হয়নি, সেসব টাকিা ফেরত দেওয়া হবে।
কত টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা তা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো হিসাব করা হয়নি।’
করোনার কারণে পরীক্ষার বাতিলে ঘোষণা দেয়ার পর শিক্ষার্থী-অভিভাবকদের অনেকেই ফরম পূরণের টাকা ফেরত দেওয়ার দাবি তুলেন।যার কারণে খরচের অবশিষ্ট টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: গণমাধ্যম।