দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’

- প্রকাশিত : ০৩:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ৭৫৫ বার পঠিত

দেশের ২৫টি প্রেক্ষাগৃহে দেখতে পারবেন ‘বিশ্বসুন্দরী’
চয়নিকা চৌধুরী পরিচালিত ১ম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ ১১ ডিসেম্বর (শুক্রবার) সারাদেশে মুক্তি পাচ্ছে সিয়াম ও পরীমনি অভিনীত এই সিনেমা।
বাংলাদেশের ২৫টি সিনেমা হলে মুক্তি পাবে ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি।সিনেমা হলগুলির মধ্যে ঢাকার ষ্টার সিনেপ্লেক্স, যুমনা ব্লকবাষ্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে মুক্তি পাচ্ছে।’বিশ্বসুন্দরী’ সিনেমার মধ্য দিয়েই মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শ্যামলী সিনেপ্লেক্স পুনরায় চালু হচ্ছে।
এ নিয়ে চয়নিকা চৌধুরী জানান, নানা কারণে ‘বিশ্বসুন্দরী’ আমার কাছে বিশেষ।১ম কথা, এটি আমার ১ম নির্মিত ছবি।দ্বিতীয়, সিয়াম-পরী এই সিনেমার মাধ্যমেই জুটি হয়ে পর্দায় আসছেন।এছাড়া আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠুর মতো বড় মাপের অভিনেতারা অভিনয় করেছেন ‘বিশ্বসুন্দরী’ সিনেমায়।
‘বিশ্বসুন্দরী’ সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রাশীদ খান।জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।সিনেমার সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।
সূত্র: গণমাধ্যম।