চিলমারিতে ১১৩ কেজি ওজনের বাঘাইর মাছ আটক

- প্রকাশিত : ০২:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ৯৪৩ বার পঠিত

চিলমারিতে ১১৩ কেজি ওজনের বাঘাইর মাছ আটক
কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় আজ ২১ অক্টোবর একটি বিরল প্রজাতির বাঘাইর মাছ পাওয়া গেছে।
কুড়িগ্রাম জেলার মাছের জন্য বিখ্যাত উপজেলা চিলমারি। যেখানে প্রায়ই বড় বড় বিরল প্রজাতির মাছ জেলেদের জালে আটকা পড়ে।জেলার বিভিন্ন প্রান্তের মানুষ তাই প্রায়শই মাছের জন্য চিলমারি তে ভিড় করে।আজ ২১ অক্টোবর ভোরে চিলমারি উপজেলার নয়ারহাট ইউনিয়নের মোঃ আশাদুল ইসলামের জালে ব্রহ্মপুত্র নদে মাছটি আটক হয়।
মাছটি পেয়ে আশাদুল আপ্লুত। তার চোখে আনন্দাশ্রু।সে বলে আমি ঋণ গ্রস্ত মানুষ।আল্লাহ আমার দিকে তাকিয়েছেন তাই মাছটি আমার জালে পাঠিয়েছেন।ছেলে মেয়ে নিয়ে এখন একটু স্বস্তি তে থাকতে পারবেন।
কারন তিনি আশা করছেন মাছটি ১,২৫,০০০(এক লক্ষ পচিশ হাজার) টাকায় বিক্রি করতে পারবেন। মাছটির ওজন ১১৩ কেজি। মাছটি থানাহাট বাজারে নিয়ে আসা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাছ টি ১২০০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে।