চাকরিতে ২১ মাস বয়স ছাড়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে-ফরহাদ হোসেন

- প্রকাশিত : ০৯:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১ ৮৬৭ বার পঠিত

প্রাণঘাতি করোনার কারণে বিভিন্ন সময় ঘোষিত বিধিনিষেধ বা লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরিপ্রার্থীদের বয়স ২১ মাস ছাড় দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
১২ আগস্ট(বৃহস্পতিবার )দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়ে তিনি বলেন, , চলতি সপ্তাহে এ প্রস্তাব পাঠানো হয়েছে।
চাকরিতে বয়স ছাড়ের প্রস্তাবে ২০২০ সালের ২৫ মার্চে যাদের বয়স ৩০ বছরের মধ্যে ছিল, সরকারি চাকরিতে তাদের চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন সুযোগ দেয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ১৯ আগস্ট থেকে শতভাগ গণপরিবহণ চালুর অনুমতি পেল
মহামারী করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় আকারে বয়স ছাড়ের চিন্তার কথা জানায় সরকার। গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের পুরোটাই অর্থাৎ ২১ মাস এ ছাড়ের আওতায় রাখার কথা ভাবা হচ্ছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে সরকারপ্রধানের সম্মতির পর।
শেখ হাসিনা সম্মতি দিলে শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে জানাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিদ্ধান্ত হলে গত বছরের ২৫ মার্চের পর থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে যাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছাড়িয়ে গেছে বা যাচ্ছে, তারা এই ছাড়ের সুবিধা পাবেন। অন্যদিকে ২৫ মার্চের আগের জন্য যে সুযোগ দেয়া হয়েছিল সেটি বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।