চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৩০৫ জন

- প্রকাশিত : ১১:১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ৫১২ বার পঠিত

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০৫ জন। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪৫ এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩৮০।
১৬ এপ্রিল(শুক্রবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, গতকাল ১৫ এপ্রিল চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ১৪২ নমুনা পরীক্ষায় ৩০৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।যার মধ্যে নগরের ২৭১ জন এবং উপজেলার ৩৪ জন।
করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউনের পর গতকাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে একাধিক নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। আসন্ন অভিযানে ৪২ মামলায় মোট ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।সেইসাথে করোনা সংক্রমণ সচেতনতার জন্য মাস্কও বিকরণ করা হয়।
আরও পড়ুন: আগামীকাল থেকে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে
সূত্র: গণমাধ্যম।