দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনা মোতাবেক রেলওয়ে ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা।
৩১ মার্চ(বুধবার) রেলওয়ে মহাপরিচালকের দপ্তর থেকে পূর্ব ও পশ্চিম জোনের প্রধানদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, ১১ এপ্রিলের পরে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
১১ এপ্রিলের আগে আন্ত৬নগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যার ৫০ শতাংশ অগ্রিম টিকিট অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টার থেকে একইসঙ্গে বিক্রি করা হবে প্রতিদিন সকাল ৮টা থেকে।১ এপ্রিল(বৃহষ্পতিবার) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
করোনার কারণে আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা এবং রাত্রীকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে।
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
সূত্র: গণমাধ্যম।