আগামীকাল থেকে সারাদেশে পুরোদমে যাত্রী নিয়ে ট্রেন চলবে

- প্রকাশিত : ০১:৪৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ৩৯৮ বার পঠিত

আগামীকাল থেকে সারাদেশে পুরোদমে যাত্রী নিয়ে ট্রেন চলবে
মহামারি করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ শিথিলের পর বৃহস্পতিবার থেকে সারা দেশে পুরোদমে আন্তনগর ও কমিউটার ট্রেন যোগাযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
১৮ আগস্ট(মঙ্গলবার) বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগের উপ-পরিচালক রেজাউল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী বৃহস্পতিবার থেকে ৫০ জোড়া আন্তনগর ও ৪৪ জোড়া কমিউটার ট্রেন চলবে। এসব ট্রেনের টিকিট অর্ধেক কাউন্টারে আর বাকি অর্ধেক অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারের টিকিট আজ থেকেই দেওয়া শুরু হচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিক সময় ৫২ জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে। সিরাজগঞ্জ এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস আপাতত বন্ধ থাকছে। তবে দ্রুতই এই দুটি ট্রেন চলাচল শুরু হবে বলে
আরও পড়ুন : ২০ আগস্ট পবিত্র আশুরা : তাজিয়া মিছিল নিষিদ্ধ